Trending

অসহনিয় গরমে লেবু পুদিনার শরবত একটু প্রশান্তি দিবে

মজার রান্না ডেস্ক: আপনাদের জন্য এখন দেওয়া হচ্ছে একটি শরবতের রেসিপি। এটি খেতে অনেক মজার আবার এই গরমে শরীরের জন্য উপকারও অনেক। তাহলে দেখে নিন লেবু পুদিনার শরবত এর রেসিপিটি।

উপকরণ:

১ টেবিল চামচ লেবুর রস

আধা কাপ পুদিনা পাতা

১ চা চামচ জিরা গুঁড়ো

লবণ স্বাদ মতো

প্রণালী:

পুদিনা পাতা, লেবুর রস এবং ২ টেবিল চামচ পানি একটি মিক্সারে নিয়ে মিহি করে ব্লেন্ড করে নিন।একটি বাটিতে নিন। এতে ২ কাপ পানি এবং জিরা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিন।এবার ২টি গ্লাসে ঢেলে পরিবেশন করুন লেবু-পুদিনার শরবত। ডায়ারিয়া বা ডিহাইড্রেশনের সমস্যায় দিনে ৩ বার পান করতে পারেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button