সকালের নাস্তায় মজাদার ফ্রেঞ্চ টোস্ট স্টিকস
উপকরণ
ডিম- ২ টি
দুধ- ১/২ কাপ
মধু- ২ চা চামচ
লবন- ১ চিমটি
ব্রেড- ৫ পিস
বাটার- প্রয়োজনমতো
প্রণালী
ব্রেডের শক্ত অংশ কেটে ১ ইঞ্চি স্টিক করে রাখুন।ডিমের সাথে বাটার ছাড়া বাকি উপকরন ভালোভাবে ফেটিয়ে নিন।
ব্রেডগুলি ডিমে চুবিয়ে গোল্ডেন করে ভেজে নিন।
মধু অথবা মেপল সিরাপ দিয়ে পরিবেশন করুন।