গরমে ঠান্ডা ঠান্ডা রসের মালপোয়ার কোন তুলনাই নেই

মজার রান্না ডেস্ক: আপনাদের জন্য এখন দেওয়া হচ্ছে একটি নুতন মজার রান্নার রেসিপি। এটি হলো রসের মালপোয়া এর রেসিপি। দেখে নিন রেসিপিটি।

উপকরণ:

ময়দা: ২০০ গ্রাম

নারকেল কোরা: ১টা

দুধ: ১/৪ লিটার

মৌরি: ২ চা চামচ

চিনি: ৬০০ গ্রাম

ভাজার জন্য : ঘি

প্রণালী:

প্রথমে দুই কাপ পানিতে চিনি মিশিয়ে ফুটিয়ে রস তৈরি করুন।

ময়দা, নারকেল ও দুধ দেড় কাপ পানিতে মিশিয়ে পাতলা গোলা তৈরি করুন।

লক্ষ্য রাখবেন গোলা যেনো দানা দানা, বেশি পাতলা বা বেশি ঘন না হয়।

গোলা ফেটিয়ে মৌরি মিশিয়ে ১ ঘন্টার রেখে দিন।

এবার ঘি গরম করে এক হাতা গোলা ঢেলে চারপাশ হালকা বাদামী রঙে ভাজুন।

এবার ঘি ঝরিয়ে অল্প গরম রসে ফেলে দুই তিন ঘন্টা বাদে পরিবেশন করুন।

সূত্র: ৫০০ রকমের রান্না

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button