সকালের নাস্তায় সিস্বাদু মশলা দোসা রেসিপি

উপকরণ:

দুই কাপ চাল,

প্রয়োজন মত ডাল ও ঘি,

আলু ,

তেঁতুল,

লবণ ও

মরিচের গুঁড়ো।

প্রণালী:

চাল ও ছোলা বেশ কিছুক্ষন ধরে ভিজিয়ে বাটুন, লবণ মেশান।

ভাঁজার আগেও অল্প লবণ মেশান।

দোসা প্যানে ঘি মাখান, তাতে চাল ও ছোলার মিশ্রণ ভেঁজে নিন, দোসার তরকারি সিদ্ধ করে তেঁতুল, লবণ, মরিচের গুঁড়ো মিশিয়ে অল্প আঁচে মিনিট ৫ গরম করুন।

তারপর দোসার উপর রেখে মুড়ে নিন ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button