Site icon Recipe Book

ট্রেন্ডিং স্পেশাল রসগোল্লা চা রেসিপি

রসগোল্লা চা

আমাদের পছন্দের তালিকায় সবারই কম বেশি চা আর রসগোল্লা আলাদা আলাদা থাকে। কিন্তু এই আলাদা করে খাওয়া দুইটি জিনিস একসাথে খাওয়ার নতুন ট্রেন্ড এসেছে। তবে বাইরে না গিয়েও আপনি ঘরে বসে এর স্বাদ নিতে পারেন খুব সহজে।

তৈরি পদ্ধতি:

দুধ, চা পাতা, চিনি আর আদা দিয়ে কড়া করে চা তৈরি করা হয়।

এরপর চায়ের কাপে বা ভাঁড়ে দেওয়া হয় এক টুকরো রসগোল্লা।

তার ওপর চা ছেঁকে মিশিয়ে দেওয়া হয়। ব্যস হয়ে গেল।

চায়ে ভেজা রসগোল্লার স্বাদ অনেকটা ভেজা পাউরুটির মতো।

তন্দুর চা, মসলা চা, চকলেট চা-এর মতোই বাঙালি যে এই নতুন ধরনের চা-ও চেখে দেখতে চাইবে তাই স্বাভাবিক।

Exit mobile version